মুন্সিগঞ্জে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের কাটাখালি সরকারি খাদ্যগুদাম সংলগ্ন ওই গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০০ মণ পাট পুড়ে গেছে।খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে এরমধ্যে গুদামে থাকা সব পাট পুড়ে যায়।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রাকিব জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।