ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর ঈদগাঁ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেন ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ হুমায়ন কবির।সূত্র জানায়, আজ মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টায় ওই এলাকা অতিক্রমেী সময় ভ্যান চালক অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় নিহত মোঃ আলাউদ্দিন (৪২) গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ভবেরচর বাজার এলাকা থেকে ভ্যান গাড়িতে করে বাঁশের বেড়া নিয়ে বাউশিয়া যাচ্ছিলেন আলাউদ্দিন। পথিমধ্যে ফিদা ফিলিং স্টেশনের সামনে দিয়ে ইউটার্ন নিয়ে কুমিল্লাগামী লেন দিয়ে কিছুদূর সামনে আগানোর পর অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হন।