মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পয়শা উচ্চ বিদ্যালয়ে ও সরকারি লৌহজং কলেজে মুক্তির সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধায় চিত্রাংকন করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে পয়শা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী , প্রাক্তন ছাত্র/ছাত্রী ও সরকারি লৌহজং কলেজে শিক্ষার্থীরা দেয়ালে চিত্রাংকন করে। এসময় শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ হওয়া আবু সাঈদ ও শহীদ মুগ্ধের ছবি সহ বিভিন্ন ধরনের চিত্রাংকন করে শিক্ষার্থীরা। তারা দেয়ালে দেয়ালে বিগত সরকারের অনিয়মের ছবিও তুলে ধরেন চিত্রাংকনের মাধ্যমে। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন,আমরা মুক্তিযোদ্ধ দেখেনি তবে দুই হাজার ২৪ সাল দেখেছি। কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় তাও দেখেছি।তারা আরোও বলেন,আমরা নিজেরা কখনো অন্যায় কাজ করবো অপরকে করতে দিবো না।এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন,ইয়াছিন আরাফাত হিরা, রিফাত হাওলাদার,জাফর মোহাম্মদ রোহান, ইমরান শেখ, রাতুল শেখ, সানজিদা খান, তানজিলা,মোবারশিরা শ্রাবনী,রিমু আক্তার,ঐশী আক্তার,ইমন,শান্ত, সীমান্ত, সায়েম, রাতুল,মুহিন, বোরহান ও মারুফা আক্তার সহ আরো অনেকে।