সাহায্য করার মানুষ আছে, ত্রাণ আছে—কিন্তু বন্যাদুর্গত মানুষের হাতে পৌঁছে দেওয়ার মতো যান নেই, চলমান বন্যায় এমনটা প্রায়ই শোনা যাচ্ছে। কিন্তু স্পিডবোট বা ইঞ্জিনচালিত নৌকা তো চাইলেই হুট করে তৈরি করা যাবে না, চটজলদি বাইরে থেকে কিনে আনাও যাবে না। তাই প্লাস্টিকের ড্রাম দিয়ে নৌকা (যা দেখতে অনেকটা ভেলার মতো) তৈরি করেছেন পরিবেশ ও জলবায়ুবিষয়ক স্টার্টআপ প্রতিষ্ঠান ক্লাইমেট-ফ্রেন্ডলি টেকনোলজি, এডুকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের (সিটিইই) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব সুমন। সঙ্গে ছিল শিক্ষার্থী, শ্রমিক, উদ্যোক্তা, প্রকৌশলী ও স্থপতিদের একটি দল। শিক্ষার্থীদের দলে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাজ্জাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গোলাম হাফিজ ফাহিম, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রী শোয়াইবা সুলতানা ও এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির রাঈমান দরিয়া।
পরিস্থিতি বিবেচনায় নৌকাগুলো ত্রাণ বিতরণ কার্যক্রমে পাঠানো হবে বলে জানালেন সুমন। বিনা মূল্যেই এসব নৌকা দেবেন তিনি। সুমন বলেন, ‘স্রোত ও পানি কমলে স্পিডবোট এবং অন্যান্য বড় নৌকার প্রয়োজনীয়তা কমে যাবে। ছোট নৌকাতে করেই তখন ত্রাণ, খাবার, ওষুধ দিতে হবে। তাই নৌকা বানানোর কাজে হাত দেওয়া।’