উজানের ঢল আর ভারী বৃষ্টিতে হঠাৎ সৃষ্ট বন্যায় দেশের ১১টি জেলা বন্যাকবলিত। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ লাখ ৯৩ হাজার ৫৩০ জনের মতো। এখন পর্যন্ত ৭ জেলায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা দুর্গতদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের ক্রিকেটাররা। তাদের সঙ্গে এবার একই আহ্বান জানালেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
প্ল্যাটফর্ম এক্সে বন্যা কবলিত একটি অঞ্চলের ছবি দিয়ে রিজওয়ান লিখেছেন, ‘বাংলাদেশে বিধ্বংসী বন্যা আঘাত হানায় আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে আছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার আহ্বান করছি।’
-সংগৃহীত