দেশের ১১ টি জেলার ৫২ লাখ ৯ হাজার ৭৯৮ মানুষ চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত। সরকারি হিসাব মতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় বন্যা আক্রান্তের বাইরে থাকা সারাদেশের মানুষ এগিয়ে এসেছে বন্যা দুর্গতদের পাশে। মুন্সিগঞ্জও এর ব্যতিক্রম নয়।
প্রায় প্রতিদিনই মুন্সিগঞ্জ থেকে একাধিক ব্যক্তি বা সংগঠন শুকনা খাবার, নিরাপদ খাবার পানি, ওষুধ, ত্রাণ নিয়ে ছুটছে ফেনি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বা লক্ষ্মীপুরে। ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজ’, ‘ছাত্র-জনতা স্বেচ্ছাসেবী সংগঠন’ এরকম নানা ব্যানারে একাধিক টিম কাজ করলেও সকলের উদ্দেশ্য একই।
জেলার ৬টি উপজেলার কয়েক শতাধিক যুব/সামাজিক সংগঠন অনলাইন ও অফলাইনে ফান্ড সংগ্রহ করছে। এগিয়ে এসেছে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবিরাও। অনেক প্রবাসীরাও এতে অনুদান প্রদান করে অংশ নিচ্ছেন।
-সংগৃহীত