মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট ও ট্রলার ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদা তোলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. কামরুজ্জামান রতন স্বাক্ষরিত দলীয় প্যাডের চিঠিতে এ আদেশ দেন।
বহিষ্কার আদেশের চিঠিতে বলা হয়, গত ২৯ আগস্ট আপনারা (কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন) দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কাজ করার জন্য কারণ দর্শানোর নোটিশ ও এর জবাব দিতে বলা হয়। পরদিন আপনারা ওই কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। কিন্তু ওই নোটিশের জবাব পর্যালোচনা করে সন্তুষ্ট ও আশ্বস্ত হতে না পারায় দল আপনাদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে স্থায়ীভাবে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপিকে জানানো হবে।