১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন।
এক সময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা। এ সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ।
এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহকে (সা.) প্রেরণ করেন এই পৃথিবীতে।
বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বড় শিকারপুর এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।
উপজেলার কেয়াইন ইউনিয়নের বায়তুল মা’মুর বড় শিকারপুর জামে মসজিদ মোড়ল বাড়ি প্রঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৫ হতে রাত ১০ পর্যন্ত এই দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
হাজী মো: সামছুল মোড়ল এর সভাপতিত্বে ও মো: তারা মিয়া শেখ এর সঞ্চালনায় এই দোয়া মাহফিলে ইসলামিক বিষয় ও ঈদে মিলাদুন্নবী(সা.) গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন মাওলানা মুফতি মমিনুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আসাদুল মোড়ল,এমিম আহমেদ, মোঃ ফাহাদ শেখ প্রমুখ