সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের শহরের একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সম্মেলন এবং গনঅভ্যুত্থানে নিহতদের পরিবারে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত জামায়াত সময় দিতে রাজি উল্লেখ করে তিনি বলেন, সংস্কার করে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবে খুব শর্ট বা খুব লং যেনো না হয়। ফ্যাসিবাদের প্রেত্মাত্মারা অনেক ক্ষেত্রে এখনো রয়েছে। তাই একটা নির্বাচন দিতে নূন্যতম যতটুকু সংস্কার দরকার তা করতে হবে।
অভ্যুত্থানে নিহতদের উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন, নিহতদের কথা ইতিহাসে লেখা থাকবে, স্বৈরশাসক থেকে মুক্ত হয়ে মানুষ ঈদের আনন্দ করেছে , কিন্তু শহীদ পরিবার ঘরের কোণায় কান্নায় জর্জরিত ছিলো। অনেকে আহত হয়েছে। কেউ হাত-কেউ চোখ হারিয়েছে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করতে হবে। প্রয়োজনে বিদেশে নিয়ে যেতে হবে। সরকারের ঘোষণা যেনো মিডিয়ায় সীমাবদ্ধ না থাকে। শহীদের কাছে আমরা ঋণী। এই ঋণ আমাদের শোধ করতে হবে।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাত পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।