আগামী নির্বাচন করতে যেসব মৌলিক সংস্কার প্রয়োজন তা করে আগামী দেড়-দুই বছরের মধ্যে নির্বাচন চায় আমার বাংলাদেশ পার্টি। অন্তর্বর্তী সরকার যদি নির্বাচনী সময় দেয় সেই সময় রক্ষা করতে পারবে কি-না তা নিয়ে সন্দিহান মজিবুর রহমান মঞ্জু।
সংলাপ শেষে শনিবার (৫ অক্টোবর) সাড়ে ৮টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ কথা বলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি আস্থা পাচ্ছে না জনগণ। এখনো পুলিশ ভালোভাবে কাজ করছে না। মনোবল অনেক দুর্বল। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি।
বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কাজ হতাশাজনক দাবি করে তিনি বলেন, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়ের ব্যাপারে বলেছি। প্রয়োজনে এসব মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগের কথা বলেছি।
বাজার নিয়ন্ত্রণ ও যানজটে মানুষ অসুন্তষ্ট ও বিরক্ত দাবি করে তিনি বলেন, মানুষ অস্থির হয়ে যাচ্ছে। মানুষ বিরক্ত।
দেড় থেকে দুই বছরের মধ্যে যেসব মৌলিক সংস্কার প্রয়োজন রয়েছে তা করে একটা গ্রহণযোগ্য নির্বাচন যেন সরকার দেয়। ওনারা আমাদের কথায় আশ্বস্ত করেছেন আমাদের কথা খুবই যুক্তিযুক্ত।
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করেন ৫ সদস্যের প্রতিনিধি দল। পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব মিনার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্য সচিব নাসরিন সুলতানা মিলি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার দুই দফা সংলাপ হয়, এটি তৃতীয় দফা সংলাপ।
এর আগে বিএনপি, জামায়াতে ইসলামি, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপ হয়।
-সংগৃহীত