মুন্সিগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরির পেছনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী প্যান্ট-শার্ট পরিহিত অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে তারা।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘পানিতে পচে মরদেহের মুখমন্ডলসহ শরীরের বেশিরভাগ অংশ পচে যাওয়ায় পরিচয় সনাক্ত করা যায়নি। তবুও চেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।’
-সংগৃহীত