• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে আমের মুকুলে ছেয়ে গেছে গাছ,চারপাশ ছেয়ে গেছে মৌ মৌ ঘ্রানে সিরাজদিখানে যুবদল নেতা মরহুম আব্দুর রহমান রানার জানাজায় শেখ মোঃ আব্দুল্লাহ মুন্সীগঞ্জ পৌরসভায় শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ বাজারমূল্যে হতাশ লৌহজংয়ের আলু চাষিরা বিপিএলে রানের ঝড়ে তানজিদ হাসান তামিম, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিশ্চিত বাজারে আলুর দাম কমলেও কৃষক ক্ষতিগ্রস্ত সিরাজদিখানে ৩ প্রতিষ্ঠানকে ১৬হাজার টাকা জরিমানা ইনজুরি টাইমে নুনেসের জোড়া গোল, ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিভারপুলের নাটকীয় জয় শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার শ্রীনগরে পরিযায়ী পাখিতে মুখরিত আড়িয়ল সহ বিভিন্ন এলাকা আগামী ৭ দিনে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদফতর দেশের সবাই সমান: গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান অধ্যক্ষ মোনতাজ উদ্দিনকে গ্রেপ্তার: রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ মুন্সীগঞ্জ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার আহ্বান: নুরুল হক নুর টঙ্গিবাড়ীতে অগ্নিকাণ্ডে পোলট্রি ফার্ম ও বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৭ লাখ টাকা মুন্সীগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরি উদ্বোধন মাইকে ঘোষণা দিয়ে টঙ্গিবাড়ীতে মেছোবাঘ হত্যা, এলাকাবাসীর উল্লাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট মুক্ত হয়ে পরিস্থিতি স্বাভাবিক বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র প্রয়াত

ইউনিয়ন সভাপতি ঘিরে বিএনপির দু’পক্ষে উত্তেজনা

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুর বিভিন্ন কর্মকাণ্ড ঘিরে মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নে বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। এক পক্ষ দাবি করছে, একক কর্তৃত্ব তৈরির লক্ষ্যে নিজস্ব বাহিনী গড়ে তুলেছেন মোয়াজ্জেম বাবু। নিজের বাহিনীকে শক্তিশালী করতে বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করা এবং আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, সম্প্রতি নৌ-ডাকাত বাবলা হত্যা মামলায় মোয়াজ্জেম বাবুকে আসামি করেছে অন্য পক্ষ। এই মামলা তুলে নিতে বাবুর অনুসারীরা বিপক্ষ গ্রুপকে হুমকি দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে এরই মধ্যে বাবু নিজস্ব একটি বাহিনী গড়ে তুলেছেন। বর্তমানে ওই বাহিনী মেঘনা, পদ্মা নদীসহ আশপাশ এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। সম্প্রতি ওই বাহিনীর সদস্যরা সদরের সিপাহিপাড়া এলাকার হাজি দেলোয়ার নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর
কাছে থাকা সাড়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার পর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সহযোগিতায় ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, বর্তমানে ইউনিয়ন বিএনপির এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন বেপারী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সাগর। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন মোয়াজ্জেম বাবু ও তাঁর বাবা সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা সরকার। দলীয় বিরোধ চলমান থাকাবস্থায় গত ২২ অক্টোবর সংঘর্ষে নৌ-ডাকাত উজ্জ্বল খালাসী ওরফে বাবলা নিহত হওয়ার মামলায় তাঁর পরিবার ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম বাবুকে আসামি করে। এর পেছনে বিএনপির অন্য পক্ষের ইন্ধন আছে দাবি করে মামলা তুলে নিতে হুমকি দিয়েছেন মোয়াজ্জেম বাবুর বাবা গোলাম মর্তুজা।

সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন বেপারী বলেন, মোয়াজ্জেম বাবুর বাংলাবাজার ইউনিয়নে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে নিজের অনুসারী নেতাদের নিয়ে চক্রান্ত করছেন। এর ফলে ইউনিয়ন বিএনপি বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যে উজ্জ্বল খালাসী ওরফে বাবলা হত্যা মামলায় বাবুকে আসামি করেছে নিহতের পরিবার। অথচ এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী জড়িত থাকার অভিযোগ তুলে গোলাম মর্তুজা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। একই সঙ্গে বাংলাবাজার ইউনিয়নের পরিস্থিতি অশান্ত করে তুলতে অপতৎপরতা চালাচ্ছেন তিনি।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান বলেন, এলাকায় একক কর্তৃত্ব তৈরি করতে মোয়াজ্জেম বাবু স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে বাহিনী গড়ে তুলেছেন। ওই বাহিনীতে বিগত সময়ে বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করা আওয়ামী লীগ সন্ত্রাসীরা রয়েছে।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে বাংলাবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি মোয়াজ্জেম বাবু বলেন, দলীয় গ্রুপিংয়ের কারণে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এলাকায় একক আধিপত্য বিস্তার করতে আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়ে নিজস্ব বাহিনী তৈরির অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

অন্যদিকে, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা সরকার বলেন, বাহাউদ্দিন বেপারীসহ বিএনপি নেতাদের মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়। নৌ-ডাকাত বাবলা হত্যা মামলায় আমার ছেলে বাবুকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগও সঠিক নয়।

সার্বিক বিষয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, বাংলাবাজার ইউনিয়নে আধিপত্য নিয়ে দলে বিভক্তির বিষয়ে আমরা অবগত। এ বিষয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর মোয়াজ্জেম বাবুর নাম ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও আমরা জানতে পেরেছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা