সিরাজদিখানে আলাউদ্দিন বেপারী (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকার ওভার ব্রিজের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আলাউদ্দিন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে।
নিহত আলাউদ্দিনের বড় ভাই হালিম বেপারী জানান, প্রতিদিনের মতো শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে অটোরিকশা নিয়ে বের হন আলাউদ্দিন। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেকবার ফোন দিলেও দিনি রিসিভ করেননি। তার ধারণা, ছিনতাইকারীরা রাতেই আলাউদ্দিনকে হত্যা করেছে। পরে সকাল সাড়ে ৯টার দিকে নিমতলা থেকে একজন তাকে জানান যে মহাসড়কের পাশে আলাউদ্দিনের মরদেহ পড়ে আছে। এরপর তিনি সেখানে গিয়ে দেখেন যে কারা যেন আলাউদ্দিনকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।