আজ
|| ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
সিরাজদিখানে ২৮ জন এইচএসসি শিক্ষার্থীকে ঝিকুটের সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ২ ডিসেম্বর, ২০২৪
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জিপিএ ৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীকর সংবর্ধনা দিয়েছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
ঝিকুট ফাউন্ডেশনের আয়োজন শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম। কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা হুমায়ুন কবির সাগর, ইসলামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জহুরুল ইসলাম, ইসলামপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা একেএম ফখরুদ্দিন রাজি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি শাহানা আফরোজ, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দীন বাহার প্রমুখ।
ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় বক্তব্য রাখেন ঝিকুট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাইয়েদুল বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিয়াজ মাহমুদ, মুহাম্মদ ইয়ামিন, রাতুল হাসান শান্ত, ইয়ামিন শেখ, অনন্যা, সৌরভ মাঝিসহ অনেকে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.