মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি হাটবাজারের মধ্যে ৯টি হাটবাজারের ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই ইজারা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বাংলা ১৪৩২ সনের জন্য এসব ইজারা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এবার স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বাড়ি, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রসহ অন্যান্যরা।উপজেলা প্রশাসন জানায়, ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী দরদাতারা নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র জমা দেন। সর্বোচ্চ দরদাতাদের ইজারা প্রদান করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা আক্তার বলেন বলেন, স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে ইজারা প্রদান করা হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।ইজারাপ্রাপ্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাজার পরিচালনার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের প্রতিক্রিয়া ইতিবাচক।