
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাক্সের ভিতর কালো পলিথিনে স্কচটেপ দিয়ে প্যাচানো মানবদেহের বিভিন্ন খন্ডিত অংশের সন্ধান পাওয়া গেছে।
শুক্রবার বিকালে উপজেলার মেদেনীমন্ডল খানবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে পলিথিনে স্কচটেপ প্যাচানো বস্তু দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার টিম ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। তবে আলামত যেনো নষ্ট না হয় সে কারণে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম এসে পলিথিন খুলে মানবদেহের অংশগুলো পর্যবেক্ষণ করবে বলে জানান মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং সার্কেল) আনিসুর রহমান।তিনি আরও জানান, ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এই ধরনের মানবদেহের খন্ডিত অংশ পাওয়ার খবর পেয়েছি আমরা। সেখানে কাজ করছে সিআইডি ও পিবিআই। পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞ টিম মুন্সীগঞ্জ এসে কাজ শুরু করবে। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর আলামত গোপন করতে দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে সেখানে ফেলে রাখা হয়েছে।