‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে শহরের কালেক্টরেট প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পতাকা একাত্তর ভাষ্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে বেশ কয়েকটি স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা স্কাউটসের স¤পাদক এডভোকেট মজিবুর রহমান শেখ। এছাড়া জেলা ও উপজেলা স্কাউট কর্মকর্তা, কাব, স্কাউট, রোভার, ইউনিট লিডার, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ব্যান্ডদলের সমন্বয়ে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দিবসটি পালন করা হয়।