
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার । এদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এবছর মুন্সীগঞ্জে ৩০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বসছে ১৬ হাজার ৬৩২জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ১১১ জন। কারিগরি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৪৬ জন। দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৭৬জন।
জেলায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার কেন্দ্রগুলো হলো- প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, কাজী কমর উদ্দিন গভ: ইনস্টিটিউশন, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়, রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, টংগিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয়, দিঘীরপাড় অভয় চরণ বিদ্যানিকেতন, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়, রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন, আদর্শ উচ্চ বিদ্যালয় কুচিয়ামোড়া, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার কেন্দ্রগুলো হলো- পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ইসলামপুর কামিল মাদ্রাসা, দয়াহাটা গাউসুল আযম জিলানিয়া দাখিল মাদ্রাসা, মশদগাঁও এ এল কে আলিম মাদ্রাসা, গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা।
ভোকেশনাল ও কারিগরি শিক্ষার্থীদের কেন্দ্রগুলো হলো- মুন্সিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টংগিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়, সিদ্দিক আকবর ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুকুটিয়া কে কে ইনস্টিটিউশন, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মুন্সিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এসব তথ্য জেলা শিক্ষা অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
জেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।এদিকে মুন্সিগঞ্জে এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে শেষ করা ও পরীক্ষা কেন্দ্রের আশপাশের পরিবেশ স্বাভাবিক রাখতে আজ বেলা ১১টার দিকে জেলার সকল ইউএনও, এসিল্যান্ডদের অংশগ্রহণে অনলাইন মিটিং করেছেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।অন্যদিকে মুন্সিগঞ্জ সদরে অবস্থিত ৯টি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব থেকে ১ ঘন্টা পরবর্তী সময় পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক। উল্লেখিত সময় কেন্দ্রে কোন ব্যক্তির অনুপ্রবেশ, কোন সমাবেশ, লাঠি বা অস্ত্র-সস্ত্র ইত্যাদি বহন এবং স্পিকার বা মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
৯টি কেন্দ্র হলো- প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কাজী কমর উদ্দিন গভ: ইনস্টিটিউশন, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ. গার্লস হাই স্কুল, বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও মুন্সিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।