ভারতের বিতর্কিত ওয়াকফ আইন পাস এবং মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। শুক্রবার বাদ জুমা মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র আব্দুল করিমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র এহসান আহমেদ, মেহেদী হাসান রাব্বি, মাসুদ, মোঃ সাজ্জাদ, ইব্রাহিম খলিলুল্লাহসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের ওয়াকফা আইন বাতিলের দাবিসহ মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান।