আজ
|| ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মুন্সীগঞ্জে কারেন্ট জাল ও মনোফিলামেন্ট সুতা জব্দ, ধ্বংস
প্রকাশের তারিখঃ ২ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জ সদর উপজেলার পানাম এলাকায় মৎস্য স¤পদ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল
পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মনোফিলামেন্ট সুতা জব্দ করেছে উপজেলা মৎস্য
অফিস। রবিবার (৩১ আগস্ট ২০২৫) পরিচালিত এ অভিযানে মনোফিলামেন্ট
সুতাসহ ৯ হাজার রিল, কারেন্ট জাল ৩০০ কেজি এবং ৮০০টি ববিন জব্দ করা হয়।
পরে জব্দকৃত মালামাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম।
তাকে সহযোগিতা করেন মুক্তারপুর নৌপুলিশ ও সদর থানা পুলিশ। অভিযানকালে
মৎস্য কর্মকর্তারা জানান, দেশীয় মাছের প্রজনন ও মজুদ রক্ষায় অবৈধ কারেন্ট জাল
এবং মনোফিলামেন্ট সুতা নির্মূল করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 Munshi Ganjer Khobor. All rights reserved.