মুন্সীগঞ্জের গজারিয়ায় সাত বছরের এক মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চর বাউশিয়ার কলিম উল্লাহ মাদ্রাসা থেকে শিক্ষক নোমান আহাম্মেদকে আটক করা হয় এবং পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।অভিযুক্ত নোমান আহাম্মেদ (২১) কুমিল্লার মুরাদনগর উপজেলার মুছাগাড়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে। তিনি ওই মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।ভুক্তভোগী প্রথম শ্রেণির ছাত্র জানিয়েছে, শিক্ষক নোমান এর আগেও তাকে একাধিকবার অনৈতিকভাবে নির্যাতন করেছে এবং মুখ খুললে হত্যার হুমকি দিয়েছে। শনিবার বিকেলে মাদ্রাসার ওয়াশরুমে আবারও তাকে জোরপূর্বক নির্যাতন করা হয়। পরে বাসায় ফিরে কান্নাকাটি করলে পরিবারকে ঘটনাটি জানায়।শিশুটির বাবা জানান, তারা টাঙ্গাইল জেলার বাসিন্দা হলেও বর্তমানে চর বাউশিয়া পশ্চিমকান্দি গ্রামে ভাড়া থাকেন। ছেলে বাসায় এসে মাদ্রাসায় আর পড়বে না বলে জানায়। বিস্তারিত শুনে স্থানীয়দের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করা হয়।গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠিয়েছে।