লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, সোমবার সকালে লন্ডনে ফিলিস্তিন দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। এর আগের দিন, রোববার (২১ সেপ্টেম্বর), ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন, যার মধ্যে বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও অংশ নেন।