মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানির সুপারভাইজার জুনায়েদ সরদারকে গুলির ঘটনায় জড়িত শুটার জনি (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর জনির দেখানো মতে তার ব্যবহৃত একটি হেলমেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি গুলির ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনার পর থেকেই পুলিশ অভিযানে ছিল। হামলাকারীরা হেলমেট পরে গুলি চালিয়ে পালিয়ে যায় এবং পথে হেলমেট ফেলে দেয়, যার কারণে তাদের শনাক্তে সময় লাগে। জনির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজ এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা সুপারভাইজার জুনায়েদ সরদারকে গুলি করে পালিয়ে যায়। এতে তার কোমর ও দুই পায়ে তিনটি গুলি লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।