আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মুন্সীগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাঙ্ক ব্যাজ পরানো
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাঙ্ক
ব্যাজ পরানো হয়েছে। রবিবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত
এক অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন জেলা
পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এ সময় এসআই (নিরস্ত্র) পদ থেকে
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া মোহাম্মদ নিজামুদ্দিন ফকির,
মিল্টন দত্ত ও মো. তৌফিকুর রহমানকে এবং সার্জেন্ট পদ থেকে টিআই পদে
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জেলা
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
নবপদোন্নত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি দায়িত্ব ও
প্রত্যাশা দুটোই বাড়িয়ে দেয়। পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলে
তবেই এই পদ মর্যাদার সার্থকতা আসে।” অনুষ্ঠান শেষে পুলিশ সুপার পদোন্নত
কর্মকর্তাদের সাফল্যমন্ডিত কর্মজীবনের জন্য শুভকামনা জানান।
Copyright © 2025 Munshi Ganjer Khobor. All rights reserved.