আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পঞ্চসারে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৫
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে তিন দিনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক
কর্মসূচি পালন করেছে বিডি ক্লিন মুন্সীগঞ্জ। তরুণদের এই উদ্যোগে
সহযোগিতা করেছে মুন্সীগঞ্জ জেলা পরিষদ। মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার
ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
তিন দিনে চলে দেয়ালচিত্র অঙ্কন, পরিচ্ছন্নতা অভিযান, দেয়াল লিখন, ব্যানার স্থাপন,
বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ছড়ানোর নানা আয়োজন।
প্রথম দিন (৮ নভেম্বর) বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক ও শিক্ষণীয় দেয়ালচিত্র
অঙ্কন করে। দ্বিতীয় দিন (৯ নভেম্বর) বিডি ক্লিনের সদস্য ও শিক্ষার্থীরা স্কুল
প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। পাশাপাশি সচেতনতামূলক দেয়াল লিখন
ও ব্যানার টানানো হয়। শেষ দিন (১০ নভেম্বর) জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত
বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের হাতে
বই ও গাছের চারা তুলে দেন। পরে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ ও
দেশপ্রেমে উদ্বুদ্ধ করার শপথ পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার,
পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, বিডি
ক্লিনের মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক অমিত হাসান প্রমুখ।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, “পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনে
তরুণদের এই উদ্যোগ অনুপ্রেরণাদায়ী। এমন কর্মকান্ড ভবিষ্যৎ প্রজন্মকে
দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
Copyright © 2025 Munshi Ganjer Khobor. All rights reserved.