আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শ্রীনগরে সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৫
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে সড়ক মাস্টারপ্ল্যান (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা হয়েছে।গত সোমবার(০৩-১১-২০২৫) সকাল ১০টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শ্রীনগর ইউএনও’র সভাকক্ষে এই কর্মশালার কার্যক্রম শুরু হয়।শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিআইএস এনালিস্ট মো. মাহফুজুর রহমান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মহিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোহাম্মদ তাজুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন,
শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা এলজিইজি’র সহকারী ও উপসহকারী প্রকৌশলী বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন হাটবাজার কমিটির প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী।
Copyright © 2025 Munshi Ganjer Khobor. All rights reserved.