আজ
|| ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যান উল্টে আহত ২
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কুচিয়ামোড়া এলাকায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে উল্টে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, কুচিয়ামোড়ায় সার্ভিস লেনে চলন্ত একটি কাভার্ড ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ভ্যানটি উল্টে যায় এবং দু’জন ব্যক্তি আহত হন।
ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পাঠান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঐ স্থানে যান চলাচল ব্যাহত হয়। তবে পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
Copyright © 2025 Munshi Ganjer Khobor. All rights reserved.