আজ
|| ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঢাকা লকডাউনথ কর্মসূচির প্রভাব পড়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল কম, ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৫
কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউনথ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীমুখী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কজুড়ে ছিল একেবারেই সীমিত যান চলাচল। ফলে চরম
ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে মুন্সীগঞ্জের নিমতলা,
হাসাড়া ও শ্রীনগর অংশ ঘুরে দেখা যায়- সাধারণ দিনের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যা ছিল অত্যন্ত কম। দীর্ঘ
সময় অপেক্ষার পরও কোনো পরিবহন না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা।
নিমতলা যাত্রী ছাউনিতে বরিশালগামী যাত্রী রফিকুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো
কোনো বাস পাইনি। কখন যাবো জানি না।
স্থানীয়দের মতে, সকাল থেকে এক্সপ্রেসওয়েতে কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করলেও যাত্রীবাহী বাস
প্রায় অনুপস্থিত ছিল। ফলে দূরপাল্লার যাত্রীরা বিকল্প পরিবহন খুঁজতে ছুটেছেন এক স্থান থেকে অন্য স্থানে।
এদিকে হাইওয়ে পুলিশের সদস্যরা জানিয়েছেন, সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যানবাহন চলাচল
স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাওয়া ট্রাফিক সার্জেন্ট মো: শুভ বলেন, মহাসড়কে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা
না ঘটে। যানচলাচল স্বাভাবিক রয়েছে লকডাউনের তেমন কোন প্রভাব পরেনি।
Copyright © 2025 Munshi Ganjer Khobor. All rights reserved.