আজ
|| ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সিরাজদিখানে ৩দফা হামলায় একই পরিবারের ৮ জনসহ ১০ জন আহত
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৫
সিরাজদিখানে ৩দফা হামলায় একই পরিবারের ৮ জনসহ ১০ জন আহত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর ৩দফা হামলার ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে বালুরচর ইউনিয়নের চর পানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা পরে বিকেল ৪টা ও পুনরায় রাত ৮টায় ওই পরিবারের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত মোঃ উসমান আলী (৭২) রাত ১১টায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী মোঃ পানাউল্লাহ, মোঃ আবুল, মোঃ রনি, মোঃ রাজা মিয়া, মোঃ হবি, মোঃ আতিক, মোঃ আলামিন, মোঃ ইন্নামিন, মোঃ বছির, মোঃ রাকিব, মোঃ সজীব, মোসাঃ পারভীনসহ আরও ১০-১২ জন দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধে জড়িয়ে রয়েছে।
অভিযোগে বলা হয়, দুপুরে নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার সময় উসমান আলীর তিন ছেলে- সুন্দর আলী, মিয়ার হোসেন এবং সোহেলের পথরোধ করে প্রতিপক্ষ। এসময় তাদের মাথায় লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়ে। পরে হামলাকারীরা এলোপাতাড়ি কিল-ঘুষি, কাঠের ডাসা দিয়ে মারধর চালায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একইদিন বিকেল ৪টায় বিবাদীরা পুনরায় উসমান আলীর বাড়িতে এসে ধারালো চাপাতি দিয়ে তাকে কোপ মারলে তিনি গুরুতর জখম হন। তার ছেলে মিয়ার হোসেন, সোহেল, মেয়ে মুক্তা, স্ত্রী রাজিমন নেছা, ভাগনি হাসিনা বেগম ও ছেলের স্ত্রী শিরিন আক্তারকেও কিল-ঘুষি, কাঠের ডাসা ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসা দেওয়া হয়।
সিরাজদিখান থানায় অভিযোগ দাখিল করা হয়েছে জানিয়ে ভুক্তভোগীরা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ন্যায্য বিচার চাই।
সিরাজদিআখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 Munshi Ganjer Khobor. All rights reserved.