আজ
|| ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৬
মুন্সীগঞ্জে শীতের ঐতিহ্যকে ধরে রাখতে জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে
অনুষ্ঠিত হয়েছে বর্ণিল পিঠা উৎসব। সোমবার সন্ধায় জেলা সাংস্কৃতিক
জোটের কার্যালয়ে (মুন টাওয়ারে) আয়োজিত এ উৎসবে নানা রকম দেশীয় পিঠার
সমাহার ছিল চোখে পড়ার মতো। উৎসবে দুধ চিতই, পুলি, ভাপা, পাটিসাপটাসহ
বাহারি পিঠার পসরা বসানো হয়। পিঠা উৎসবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান
এবং দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্মরণে দোয়া
মোনাজাত করা হয়। একই সাথে বর্তমান দেশ নায়ক ও বিএনপির চেয়ারম্যান তারেক
রহমান সহ দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করে সাংস্কৃতিক
জোট।
জেলা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা
পিঠা সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। এ ধরনের
আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
পিঠা উৎসবে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড
মাহবুব উল আলম স্বপন, জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান, জোটের সহ
সভাপতি মো. দুলাল হোসেন, সাধারন স¤পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল,
নাট্যকার নির্দেশক নাট্য ঐক্য মঞ্চের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, থিয়েটার
সার্কেল সভাপতি শিশির রহমান, হিরন কিরন থিয়েটারের সাধারন স¤পাদক মো.
শামিম শেখ সহ জোটের সকল সদস্যবৃন্দগণ।
উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী ও তরুণদের স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে
নিয়মিত আয়োজনের দাবি জানান।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.