আজ
|| ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৬
শ্রীনগরে গভীর রাতে একটি মুদি দোকানে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নওপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে মেসার্স তারেক ষ্টোর নামক দোকানটি মালামালসহ পুড়ে যায়। দোকানটির
মালিক মোকাজ্জল শিকদার আগুনের ঘটনায় শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানায়, গভীর রাতে তারেকদের
দোকানে আগুন লাগার খবর শোনতে পেয়ে ঘটনাস্থলে আসেন তারা। পরে এলাকাবাসী ও ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে
ইউনিয়নটির বিট-পুলিশ অফিসার ঘটনাস্থলে পরিদর্শন করেন। স্থানীয় ইউপি সদস্য মো. তাজুল ইসলাম বলেন, যখন দোকানে আগুন লাগার খবর
শুনতে পাই, তখন এলাকায় বিদ্যুৎ ছিল না। আগুন নিয়ন্ত্রণে আনায় আশ পাশের অন্যান্য দোকান রক্ষা পায়। মেসার্স তারেক ষ্টোরের মো. তারেক শিকদারের দাবী করেন, পূর্ব শক্রুতার জেরে আমাদের দোকানে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় ২টি ফ্রিজ, বিভিন্ন আসবাবপত্র ও মুদি মালামালসহ টিনের দোকান ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। আর্থিকভাবে অন্তত ১০ লাখ টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় বলেন তিনি। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে
স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাতা জানা সম্ভব হয়নি। কুকুটিয়া ইউনিয়নের বিট পুলিশ অফিসার ও শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর রিপন আহমেদ
জানান, অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ লেখা হচ্ছে। অভিযোগপত্র এখনও হাতে পাইনি। হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.