দেশের নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা ‘বাফুফে নারী ফুটবল লিগ’ শুরু হয়েছে। ১১টি ক্লাবের অংশগ্রহণে গত ২৯ ডিসেম্বর থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জমে উঠেছে লিগের লড়াই।
চলতি লিগে বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির রক্ষণভাগে খেলছেন মুন্সিগঞ্জের প্রতিভাবান তরুণ ফুটবলার আফরিন আক্তার (১৭)। তিনি মুন্সিগঞ্জের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি গার্লস হাই স্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী এবং এবছরের এসএসসি পরীক্ষার্থী।
লিগের একমাত্র ভেন্যু কমলাপুর স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। একই দিনে শিরোপাধারী নাসরিন স্পোর্টস একাডেমি মাঠে নামে বিকেএসপির বিপক্ষে।
শক্তিশালী নাসরিন একাডেমির রক্ষণভাগের অন্যতম ভরসা হিসেবে দায়িত্ব পালন করছেন মুন্সিগঞ্জের মেয়ে আফরিন। ডিফেন্সে তার দৃঢ়তা ও সচেতন খেলাই দলের বড় শক্তি।
নারী ফুটবলার হিসেবে এগিয়ে যাওয়ার পথে আফরিনকে পেরোতে হয়েছে নানা সামাজিক ও পারিবারিক বাধা। তবুও পড়াশোনার পাশাপাশি ফুটবলকে সমান গুরুত্ব দিয়ে নিজেকে এগিয়ে নিচ্ছেন তিনি।
শৈশব থেকেই ফুটবলের প্রতি গভীর টান আফরিনের। সেই ভালোবাসাই তাকে নিরলস অনুশীলনে অনুপ্রাণিত করেছে। ঘরোয়া লিগে তার ধারাবাহিক পারফরম্যান্সে মিলছে পরিশ্রম ও প্রতিভার প্রতিফলন।
আফরিনের স্বপ্ন আরও বড়। ভবিষ্যতে লাল-সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে মুন্সিগঞ্জ ও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান এই উদীয়মান নারী ফুটবলার।