মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ী চৌরাস্তার পাশে দীর্ঘদিন
ধরে গড়ে উঠেছে একটি ময়লার ভাগাড়। মুন্সীগঞ্জ শহর-মুক্তারপুর পেট্রোলপাম্প
সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কের একেবারে পাশে অবস্থিত এই ভাগাড় থেকে
ছড়ানো তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
আশপাশে থাকা বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত
হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে অবস্থিত একটি পুকুরে নিয়মিতভাবে
বিভিন্ন ধরনের বর্জ্য ও ময়লা ফেলা হচ্ছে। ফলে পুকুরের পানি দূষিত হয়ে পড়েছে
এবং আশপাশ এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে গরমের সময় পরিস্থিতি
আরও ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “দিনরাত দুর্গন্ধে থাকতে হয়।
জানালা খুলে রাখা যায় না, খাওয়া দাওয়া করাও কষ্টকর হয়ে গেছে। বাচ্চাদের নিয়ে
সবচেয়ে বেশি চিন্তায় আছি।” একই এলাকার ব্যবসায়ী আবুল কালাম বলেন,
“এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে। দুর্গন্ধের কারণে ক্রেতারা
দোকানে আসতে চায় না। মাঝে মাঝে আগুন ধরিয়ে দেওয়া হয় এই ময়লার ভাগাড়ে
তখন দুর্ভোগ আরো বেড়ে যায়। ব্যবসায় মারাত্মক প্রভাব পড়ছে।”
পথচারীরাও একই অভিযোগ করেছেন। তাদের ভাষ্য, গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও
এমন অব্যবস্থাপনা এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ধসঢ়;ন করছে। অনেকেই এটিকে
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি হিসেবে দেখছেন।
এ বিষয়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি
তাদের নজরে এসেছে। তিনি বলেন, “অবৈধভাবে পুকুরে ময়লা ফেলা হচ্ছে। আমরা
দ্রুত ময়লা অপসারণ ও ভবিষ্যতে যেন এভাবে ময়লা ফেলা না হয় সে বিষয়ে ব্যবস্থা
নেব।”
এলাকাবাসীর দাবি, দ্রুত ময়লার ভাগাড় সরিয়ে পুকুরটি পরিষ্কার করা এবং
স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর উদ্যোগ নেওয়া হোক। তা না হলে দুর্গন্ধ ও
দূষণের কারণে জনস্বাস্থ্য সংকট আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন
তারা।