মুন্সীগঞ্জ সদর উপজেলায় অননুমোদিতভাবে পরিচালিত একটি রেস্টুরেন্ট সিলগালা
করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) প্রাপ্ত অভিযোগের
ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো. মাসুদুর রহমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে রেস্টুরেন্টটির মালিকপক্ষ
প্রয়োজনীয় ট্রেড লাইসেন্সসহ বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন না থাকায়
প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ও ভোক্তাদের
নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদন ছাড়া
ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া
হবে।