• মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Headline
টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চসার: গুরুত্বপূর্ণ সড়কের পাশে পুকুরে ফেলা হচ্ছে ময়লা মিরকাদিমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা ঘন কুয়াশায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত, আরোহী গুরুতর আহত মুন্সীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত কবুতর চুরির সন্দেহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল; মূল অভিযুক্ত আটক

সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

মুন্সিগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন চোখে পড়ছে সরিষার হলুদ ফুলের অপূর্ব সমারোহ। আগাম জাতের সরিষায় ঢেকে গেছে একের পর এক মাঠ। শীতল বাতাসে দোল খাওয়া এই হলুদ ফুল প্রকৃতিতে এনেছে ভিন্নমাত্রার সৌন্দর্য, যা দেখে যেমন মন জুড়াচ্ছে, তেমনি আনন্দে ভরছে কৃষকের হৃদয়। সরিষার ফুলে মধু সংগ্রহকারীরাও এ সময় বেশ উৎফুল্ল।

খোঁজ নিয়ে জানা গেছে, কম খরচে বেশি লাভের সম্ভাবনা এবং ভোজ্যতেলের বাড়তি চাহিদার কারণে বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় চলতি মৌসুমেও মুন্সিগঞ্জে সরিষা চাষে আগ্রহ বেড়েছে। বাজারে সরিষার তেল ও বীজের চাহিদা থাকায় কৃষকদের কাছে এটি লাভজনক ফসল হিসেবে গুরুত্ব পাচ্ছে।

এবার জেলায় মোট ৪ হাজার ৭৯৩ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। জেলার ছয়টি উপজেলাজুড়ে মাঠের পর মাঠ এখন সরিষার ফুলে ভরা। আলুপ্রধান জেলা হিসেবে পরিচিত মুন্সিগঞ্জে এটি যেন এক নীরব কৃষি বিপ্লব। হলুদ রঙে দুলছে কৃষকদের নতুন স্বপ্ন। কৃষকের আগ্রহ বাড়াতে চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সরকার বিনা মূল্যে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরণ করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর ৪ হাজার ৩৭৭ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে আবাদ হয়েছে ৪ হাজার ৭৯৩ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪০০ হেক্টর বেশি। গত বছর ৫ হাজার ৫ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছিল ৪ হাজার ৯৭৭ হেক্টর। তার আগের বছর এই আবাদ ছিল ৩ হাজার ৪৯ হেক্টর। সার্বিকভাবে গত বছরের তুলনায় এবার সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলার ৪ হাজার ৬০০ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪৩ জন কৃষককে প্রদর্শনী ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষক আবু সোহান বলেন, ‘খরচ কম আর লাভ বেশি বলেই আমরা সরিষা চাষ করি। গত বছর প্রায় ৫ হাজার টাকা খরচ করে ১০ হাজার টাকা লাভ হয়েছিল। এবারও বাজার ভালো, তার ওপর সরকার বীজ ও সার দিয়েছে।’

জেলা সদরের পাঁচগড়িয়াকান্দির কৃষক সবুজ মোল্লা জানান, ‘আলু চাষে লোকসান হওয়ায় সরিষার দিকে ঝুঁকেছি। এখন সরিষার তেলের দাম ভালো। ১০ হাজার টাকা খরচ করে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায়। সরকারি সহায়তায় চাষ আরও বেড়েছে।’

টঙ্গিবাড়ীর ধামারণ গ্রামের কৃষক নাসির উদ্দিন বলেন, ‘এবার আলুর বদলে সরিষা বেশি করেছি। সরিষার জমিতে কম যত্ন লাগে, ওষুধও কম লাগে, তাই খরচ কম।’

কৃষক ইব্রাহিম কাজীর আশা, এবারের ফলন ভালো হবে। তিনি বলেন, ‘চার গণ্ডা জমিতে ৬ হাজার টাকা খরচ করেছি। আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন পাব।’

বাংলাবাজার ইউনিয়নের কৃষক গফুর চাঁন বলেন, ‘উন্নত জাতের সরিষায় ফলন বেশি হয়। এবার আবাদ ভালো হয়েছে। আশা করছি বাজারও ভালো যাবে। পাঁচ বিঘা জমিতে সরিষা করেছি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. হাবিবুর রহমান জানান, ‘চলতি মৌসুমে পর্যাপ্ত সরিষা চাষ হয়েছে। সম্পূরক রবি ফসল হিসেবে সরিষা চাষে কৃষকদের উৎসাহ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং কৃষকেরা বাড়তি মুনাফা পাবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা