মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর
বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রিপন (২৬)। এ সময় তার কাছ থেকে ৩৪ পিস ইয়াবা ও
মাদক বিক্রির ৯৪০ টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে,
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, নাশকতা ও অপরাধমূলক
কার্যক্রম প্রতিরোধে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ
সেনাবাহিনী। এরই অংশ হিসেবে সদর দপ্তর ৯৯ ক¤েপাজিট ব্রিগেডের অধীন
মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যা¤প শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে
বালুয়াকান্দি পশ্চিম পাড়া এলাকা থেকে মো. রিপনকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর দাবি, তিনি গজারিয়া উপজেলায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে
জড়িত হিসেবে পরিচিত। পরে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনগত
প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।