মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘূন্নি এলাকায় একটি ওষুধের দোকানে
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগে জরিমানা করা
হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান চালায়।
অভিযানকালে ‘জননী মেডিসিন কর্ণার’ নামের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ
ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও মজুত রাখা হয়েছে-এমন প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফার্মেসিটির মালিক রাহাত আহমেদকে ৭
হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও
প্রদর্শন না করার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা
করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন
আনসারের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়,
জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।