
শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গ্রামের রমিজ উদ্দিন শেখের ছেলে শাহাদাত হোসেনের (৩০)
বিরুদ্ধে এই অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, স্বর্ণের চেন, কানের দুল ও কসমেটিকসহ প্রায় ২ লাখ ২০ হাজার টাকার
জিনিসপত্র নিয়ে যায় অভিযুক্ত চোর। গত শুক্রবার দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রমিজউদ্দি ওরফে রমু শেখের ছেলে শাহাদাত হোসেন এলাকায় চিহিৃত চোর। এর আগেও পিতল, তামা-কাসা, অটোরিক্সা, পানির মোটরসহ গ্রামে একাধিক বাড়িতে চুরি করে ধরাও পরে। মানবিক কারণে পরিবারের জিম্মায় অভিযুক্ত শাহাদাতকে ছেড়ে দেওয়া হয়। তার পরেও শাহাদাতের বিরুদ্ধে প্রতিবেশী এক প্রবাসীর ঘরে চুরির অভিযোগ উঠেছে। শাহাদাত এলাকায় চুরিসহ
মাদক সেবন করে। প্রবাসী মো. নজরুলের স্ত্রী শারমিন আক্তার বলেন, গত রাত ৮টা দিকে ঘর তালা দিয়ে বিবন্দী বাজার সংলগ্ন মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যান। রাত দেড়টার দিকে ওয়াজ শেষে বাড়িতে এসে ঘরের ভিতরে শব্দ পাই। ঘর খুলে ভিতরে দেখি শাহাদাত ভাঙ্গা কাঠের জানালা গিয়ে
পালাচ্ছে। পরে থানায় অভিযোগ দায়ের করি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ূম মিন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এর আগেও শাহাদাতের বিরুদ্ধে বেশ কয়েকবার চুরির অভিযোগ পাওয়া গেছে।
একাধিক চুরির ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন। অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মো. রিপন আহমেদ জানান, ঘটনাস্থলে এসেছি। অভিযুক্ত শাহাদাতকে
বাড়িতে পাওয়া যায়নি। তার পিতাকে বলে এসেছি ছেলে হাজির করতে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।