মুন্সীগঞ্জ সদর উপজেলাধীন সুপার মার্কেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,
২০০৯ অনুযায়ী অভিযান চালানো হয়েছে। রবিবার পরিচালিত এ অভিযানে
অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুইটি দোকানের বিরুদ্ধে
দুইটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার।
অভিযানকালে দেখা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার
বিক্রি করা হচ্ছে। এ অপরাধে সংশ্লিষ্ট দুই দোকানিকে পৃথক মামলায় জরিমানা
করা হয়। পাশাপাশি খুচরা বিক্রয়ের সময় ক্রেতাদের অবশ্যই রশিদ সরবরাহ করার
নির্দেশনা দেওয়া হয়।