মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সম্রাট হালদার (৩৫)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত সম্রাট হালদারের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩২টি দেশীয় ধারালো অস্ত্র, কিছু শনাক্তহীন মাদকদ্রব্য এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে হকি স্টিক, রামদা, বেসবল স্টিক, লোহার স্প্রিং, চাপাতি, ছুরি, দা, ক্ষুর, চেইন স্টিক এবং মোটরসাইকেলের চেইন ও ডিস্ক।
মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত সম্রাট হালদার ও উদ্ধারকৃত আলামত টঙ্গীবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, আইনগত প্রক্রিয়া শেষে সম্রাট হালদারকে আদালতে প্রেরণ করা হবে। সেনাবাহিনী জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে সন্দেহজনক কার্যকলাপ জানাতে আহ্বান জানানো হয়েছে।