মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ কার্যকর করতে মুন্সীগঞ্জ জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ অক্টোবর থেকে টানা ২২ দিন জেলার সকল নদীতে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, ইলিশের ডিম ছাড়ার মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদে সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে শুধু মেঘনার ইজারাকৃত বালুমহাল নয়, জেলার আশপাশের সব নদীতেই বালু উত্তোলন বন্ধ থাকবে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনী ও কোস্টগার্ডের প্রতিনিধি, মৎস্যজীবী সংগঠন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসাররাও অনলাইনে যুক্ত ছিলেন।
সভায় মা ইলিশ সংরক্ষণে কঠোর নজরদারি, আইন প্রয়োগ ও ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।