
শ্রীনগরে বসতবাড়িতে অগ্নি-সংযোগের অভিযোগ উঠেছে। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ষোলঘর এলাকার গোয়াল পাড়া ব্রিজের পাশে টুম্পা বেগমের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। টিন ও কাঠের তৈরি ১টি বসতঘর ও ১টি রান্নাঘর পুড়ে গেছে। টুম্পা বেগম ও তার স্বজনদের অভিযোগ টুম্পার স্বামী মাসুদ নিজেই পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ১০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেশীরা জানায়, ভোর ৪টার দিকে টুম্পা বেগমের ছেলে মো. নয়ন এসে তাদের বাড়িতে আগুন লাগার খবর দিলে ঘটনাস্থলে যান তারা। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী টুম্পার বাবা মো. হারুন জানান, তার জামাতা মাসুদ পারিবারিক কলহের জের ধরে ঘরে আগুন দেয় দেয়। মাসুদের বাড়ি ফরিদপুরে। বিয়ের পর থেকে নানা কারণেই আমার মেয়েকে মাসুদ অত্যাচার-নির্যাতন করে আসছিল। অনেক কষ্টে
মেয়েকে ষোলঘর সিংহের মাঝি পাড়ায় বাড়ি করে দেই। এখানেও তার মেয়েকে শান্তিতে থাকতে দিচ্ছেনা মাসুদ। এদিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরে অগ্নি-সংযোগ করে মাসুদ। আমার নাতি নয়ন তা দেখেছে। এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইচ্ছা আছে আইনের দারস্ত হওয়ার। মেয়ের সাথে আলাপ-আলোচনা করে দেখি। এবিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মো. মাসুদের ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ভক্তভোগীর
পরিবারটি অভিযুক্ত মাসুদের বিষয়ে জানিয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুটি ঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। এতে ওই বাড়ির আশপাশে অন্যান্য বাড়িঘর পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। আগুনের সূত্রপাত জানতে তদন্ত চলমান আছে।