পদ্মা ও মেঘনা শাখা নদীতে মা ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা
মৎস্য অফিসের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার রাত
১১টা থেকে শুরু হয়ে শনিবার সকাল ১১টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা এ অভিযান চলে।
অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম। এতে
সহযোগিতা করেন জেলা পুলিশ, চরআব্দুল্লাহপুর নৌ পুলিশ ও গজারিয়া
কোস্টগার্ডের সদস্যরা। অভিযানকালে এক লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা
ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদরাসায়
বিতরণ করা হয় এবং জালগুলো নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত
করেছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম। তিনি জানান, মা
ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এমন অভিযান অব্যাহত থাকবে।