মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্বশীলমান্দি এলাকায় ড্রেনেজ ব্যবস্থার
বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেনে ময়লা-
আবর্জনা জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই
রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি জমে থাকে দিনের পর দিন। স্থানীয়দের অভিযোগ,
দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার করা হয়নি। এতে ড্রেন ভরে গিয়ে পানি উপচে রাস্তার
উপর উঠে আসে। বৃষ্টির পর সেই পানি জমে থেকে দুর্গন্ধ ছড়ায় এবং চলাচলে চরম
অসুবিধা তৈরি হয়। অনেক জায়গায় ড্রেনের ¯¬্যাব ভেঙে খোলা অবস্থায় পড়ে
থাকায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে। এছাড়াও মশাবাহিত রোগের আশংকা করা
হচ্ছে।
পূর্বশীলমান্দির বাসিন্দা আজিজুল হক বলেন, “ড্রেনের পানি এখন রাস্তায় চলে
আসে। একটু বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে পড়ে। পৌরসভায় বারবার বলেও কোনো
ব্যবস্থা নিচ্ছে না।” আরেক বাসিন্দা মঞ্জু বেগম বলেন, “ড্রেন বন্ধ থাকায়
আশপাশে মশার উপদ্রব বেড়ে গেছে। বাচ্চারা ডেক্সগু আর চর্মরোগে ভুগছে। এখন
ড্রেন পরিষ্কার না করলে বড় বিপদ হবে।”
স্থানীয় ব্যবসায়ী সোহেল আহমেদ জানান, “বৃষ্টির সময় দোকানের সামনে
হাঁটাচলা করা যায় না। পানি জমে থাকায় ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এ বিষয়ে জানতে মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ
মোশারফ হোসেন কে একাধিকবার ফোন করা হলে তার ফোনে সংযোগ পাওয়া
যায়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেন পরিষ্কার ও ভাঙা ¯¬্যাব মেরামতের ব্যবস্থা না নিলে
জলাবদ্ধতা স্থায়ী রূপ নেবে এবং জনস্বাস্থ্যের ওপর এর মারাত্মক প্রভাব পড়বে।