মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে জনপ্রিয় মিষ্টির দোকান
লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর
উপজেলার কাচারিপাড়ায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল
আজাদ।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি
করছে এবং প্রস্তুত মিষ্টি উন্মুক্তভাবে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া দই ও রসমালাইয়ের
পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি।
এ কারণে প্রতিষ্ঠানটির মালিক অজয় ঘোষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি দোকানটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয় এবং সব পণ্যের
পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করতে নির্দেশনা প্রদান
করা হয়। অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক,
কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং ব্যাটালিয়ন আনসার
মুন্সীগঞ্জ এর একটি টিম।