মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিবেশীর মার্কেটের ব্যাপক ক্ষতি করে জোড় পূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আলামিন বাজারে প্রতিবেশীর মার্কেটের ক্ষতি করে জোড় পূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠে কাঠালবাড়ী এলাকার মৃত আনোয়ার আলী মাদবরের ছেলে প্রবাসী শহিদুল ইসলাম সবুজের বিরুদ্ধে। এতে বাধা নিষেধ করলে মার্কেট মালিক রফিকুল ইসলামকে মারপিট করতে উদ্যত্ত হয়ে হুমকি প্রদান করা হয়েছে।
মার্কেট মালিকের অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিবেশী মার্কেটের মালিক রফিকুল ইসলামের অনুপস্থিতির সুযোগে আলামিন বাজারস্থ তার রফিক টাওয়ার নামক ৩য় তলা একটি মার্কেটের প্রায় অর্ধকোটি ক্ষতি করে শহিদুল ইসলাম সবুজ নামে পাশের মালিক লন্ডন প্রবাসী সবুজ একটি পাকা ভবন নির্মাণ শুরু করেন। এতে রফিক টাওয়ারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়। ঘটনার দিন শনিবার দুপুরে মার্কেট মালিক রফিক নিজ মার্কেট এমন ক্ষতি করে বিল্ডিং নির্মাণ করতে নিষেধ করলে সবুজের ভাই আলমগীর ও বড় বোন জীবন বেগম সহ আরো ১০-১২ জন হাতে লাঠি, রোহার রড নিয়ে রফিকুলকে মারপিট করতে উদ্যত্ত হয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে জীবন বেগম প্রাণ নাশের হুমকি দিয়ে বিল্ডিং নির্মাণ কাজ অব্যাহত রাখেন।
এব্যাপারে অভিযুক্ত জীবন বেগম এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তর না দিয়ে ছাদ থেকে নিচে নেমে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এব্যাপারে বাঘড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাদবরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি পরে আপনাদের সাথে কথা বলবো।