লুট করে আনা জব্দকৃত ৫৪১ বস্তা চালের বিষয় আদালত শ্রীনগর থানা পুলিশকে চাল বুঝিয়ে দেওয়ার আদেশ দেন চালের মালিক কে চাল বুঝিয়ে দেওয়ার জন্য। এ বিষয় দক্ষিণ পাইকসা এলাকা বাসীর বেশির ভাগ মানুষ আদালতের রায় মান্য করে চাল মালিক কে বুঝিয়ে দিতে বলেন। এদিকে জটিলতা তৈরি হয় ওই গ্রামের লোকজন এতদিন যে পাহারা দিয়েছে তার খরচ নিয়ে। এদিকে মহিলা মেম্বার পুলিশ কে জোর করে বেলেন আমার লোকজনের জন্য ১০০ শত বস্তা চাল রেখে যাবেন, এবং এই মহিলা মেম্বার আদালতের আদেশ কে উপেক্ষা করে তিন তিন বার ট্রাকে চাল তোলা বন্ধ করে দেন। পরে পুলিশ এলাকার জনগণের হস্তক্ষেপে বাকি চাল গাড়িতে তোলেন। অবশেষে চাল পাহারা দেওয়া বাবদ এবং চৌকিদারের খরচ হিসেবে স্থানীয় তিন মেম্বার ও সাংবাদিকদের উপস্থিতিতে চাল মালিক ৫০হাজার টাকা তাদের খরচ বাবদ দেন