শহরের দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কারে প্রকল্প নিয়েছে মুন্সিগঞ্জ পৌরসভা। এতে ব্যয় হবে ৩১ লাখ টাকা।
প্রকল্পের আওতায় মানিকপুর দশতলা ভবনের সামনে থেকে সুপারমার্কেট অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১ ভাস্কর্য, পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রেড ক্রিসেন্ট ভবন থেকে জেলা পরিষদ এবং সুপারমার্কেট-থানা সড়ক হয়ে লিচুতলা এলাকার পতাকা একাত্তর ভাস্কর্য পর্যন্ত সড়কে খোয়া ফেলে খানাখন্দ ভরাট ও রোলার দিয়ে ডলে পিচ ঢালাই করা হবে।
ই-টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ পেয়েছে মেসার্স মাজেদ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ‘ইতিমধ্যে মানিকপুর থেকে কাজ শুরু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩ মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। কিন্তু এই সংস্কার স্থায়ী সমাধান নয়। মানিকপুর সড়কের নিচে গ্যাসের লিকেজ পাইপ ঠিক করতে হবে। এটি হয়ে গেলে আমরা স্থায়ী কিছু করতে পারবো। আমরা একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমাও দিয়ে রেখেছি।’