গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪ জন। এই বছর এখন পর্যন্ত একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চসংখ্যক রোগীর সংখ্যা এটি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩০ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ২৪৭ জন।
বুধবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৯৩৪ জন, বাকি ২ হাজার ২৯৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।