মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন যুবলীগ নেতা নুরুকে গ্রেফতার করার এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বাসাইল গ্রামের সাধারণ মানুষের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।
এলাকাবাসী বলেন, নুরু ওরফে নুরা কসাই একজন খুনি গত ২০১৭ সালে সেমুজিবর রহমনা নামে এক ব্যাক্তিকে প্রকাশ্য দিবালোকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। পরে আওয়ামিলীগ ফ্যাসিস্ট সরকারের উকিল ও জজের মাধ্যমে জামিনে এসে যুবলীগের রাজনীতি শুরু করে। প্রথমে ০৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও পরে বাসাইল ইউনিয়ন যুবলীগের সদস্য হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। রবিবার রাতে সিরাজদিখান থানা পুলিশ সন্ত্রাসী যুবলীগ নেতা নুরুকে গ্রেফতার করায় আমরা সেই আনন্দে এলাকায় মিষ্টি মুখ করছি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, আসামিকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।